বন্ধ হয়ে গেল একুশের আইপিএল :-
করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত হয়েছে আইপিএল। এর আগে মার্চ মাসে একই কারণে বন্ধ করতে হয় পাকিস্তান সুপার লিগ। সেখান থেকে শিক্ষা নিয়েই আইপিএল আরব আমিরশাহিতে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও আইপিএল-এর ক্রিকেটাররা আক্রান্ত হওয়ায় ভয়ে কাঁপছে । সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও একের পর এক ক্রিকেটার ও সহকারী কোচ করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
কেকেআর , সানরাইজার্স , দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস চারটি দলেই আইপিএল থাবা বসিয়েছে । চারটি দলকেই কোয়ারেন্টাইনে পাঠানাে হয়েছে । এমত অবস্থায় আইপিএল এখনই আয়ােজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিসিসিআই । করােনা পরিস্থিতি আদৌ এই এবছর কাটবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । এত বড় একটা প্রতিযােগিতা যেখানে ঊনত্রিশ (২৯) টা ম্যাচও হয়ে গেছে, বাকি আর ত্রিশ (৩০)টা ম্যাচ ।
বর্তমান পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব , বিসিসিআই এমনটা জানিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই আইপিএল এর সমর্থকদের মাথায় হাত । তার থেকেও বড় কথা ফ্র্যাঞ্চাইজিগুলাের ক্ষতি ব্যাপক । এমত অবস্থায় ঠিক কবে প্ৰতিযােগিতা ফের শুরু করা যেতে পারে , তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বাের্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাও । তিনি বলছেন , “ এখনও তিরিশটা ম্যাচ বাকি এবং অনেক অর্থেরও ব্যাপার আছে। আমরা তাে চাই না সব কিছু ভেস্তে যাক । বছরের কোনও না কোনও একটা সময়ে প্রতিযােগিতা শেষ করার চেষ্টা করব।”
প্রতিযােগিতা কি আদৌ শেষ হবে ? সৌরভের কথায় , ‘ প্রতিযােগিতা তাে শেষ করার চেষ্টা আমরা করব। কিন্তু কবে হবে তা জানি না।’ অর্থের প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন , ‘ আইপিএল আয়ােজন করতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় , তা বন্ধ হলে বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । কিন্তু কিছু তাে করারও নেই । এবছর তাে একেবারে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে।’
করােনার কারণে আইপিএল বন্ধ হয়ে গেল । অক্টোবরে ‘টি -২০ বিশ্বকাপ’ সেটা হবে তাে ? সৌরভ কিন্তু সবুজ সংকেত দিতে পারলেন না । তার কথায় , “ এখনও বেশ কয়েকটা মাস হাতে রয়েছে । দেখা যাক কি হয় । গতবার তাে আমরা আইপিএল দেশে আয়ােজন করতে পারিনি, দুবাইয়ে আয়ােজন করেছিলাম । সেরকম হলে অন্য ব্যবস্থা করতে হবে । তবে ২০২১ আইপিএলের ভবিষ্যৎ যে অন্ধকার অতল সমুদ্রে ডুবে আছে তা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বাের্ড সভাপতির একমাত্র চিন্তার কারণ।
*****
I?¦ve recently started a web site, the information you offer on this website has helped me tremendously. Thank you for all of your time & work.
I have read a few just right stuff here. Certainly value bookmarking for revisiting. I surprise how a lot attempt you set to make one of these great informative site.
Hello my loved one! I wish to say that this article is amazing, nice written and come with approximately all important infos. I’d like to peer more posts like this.
It’s exhausting to find educated folks on this subject, but you sound like you recognize what you’re speaking about! Thanks
You can certainly see your skills within the paintings you write. The world hopes for even more passionate writers such as you who are not afraid to say how they believe. All the time follow your heart.