স্বল্প সঞ্চয়ে সুদের হার সাঙ্ক্রান্ত জারি হওয়া বিজ্ঞপ্তি’ প্রত্যাহার কেন্দ্রের

                মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল কেন্দ্রের। স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার সকালে টুইট করে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখনই সুদের হারে কোনও পরিবর্তন ঘটবে না। ২০২০-’২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের হার যা ছিল, তা-ই অব্যাহত থাকবে। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এর সুদের আগের মতোই থাকবে, নাকি নয়া ঘোষণা অনুযায়ী কমবে, তা এখনও জানাজায়নি ।

            ৩১-মার্চ-২০২১ রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক স্বল্প সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ০১-এপ্রিল-২০২১ সকাল হতেই সুদের হার অপরিবর্তিত থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সকালে টুইট করেন, ২০২০-’২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার যা ছিল, তা-ই থাকবে। অর্থাৎ ২০২১ সালের মার্চে যে হারে সুদ মিলত, সেই হারেই সুদ মিলবে চলতি বছরে।

          ১ এপ্রিল থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার এক ধাক্কায় অনেকটাই কমানো হচ্ছে। পোস্টাল সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ৪ থেকে কমে হচ্ছে ৩.৫ শতাংশ। এক বছরের মেয়াদি আমানত বা টাইম ডিপোজিটের সুদ ৫.৫ থেকে কমে হচ্ছে ৪.৪ শতাংশ। দু’বছরের মেয়াদি আমানত ৫.৫ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। তিন(০৩) বছরের ক্ষেত্রে তা কমে হচ্ছে ৫.১ শতাংশ। পাঁচ(০৫) বছরের আমানতে সুদের হার ৬.৭ থেকে কমে হচ্ছে ৫.৮ শতাংশ। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের বা আরডি’র সুদের হার ৫.৮ থেকে কমে হচ্ছে ৫.৩ শতাংশ।

            সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৫ শতাংশ। মান্থলি ইনকাম অ্যাকাউন্টের সুদের হার ৬.৬ শতাংশ থকে কমিয়ে ৫.৭ শতাংশ করা হয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৬.৮ শতাংশ থকে কমে হয়েছে ৫.৯ শতাংশ। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের সুদ ৭.১ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে।

              কিষাণ বিকাশ পত্রের সুদের হার ৬.৯ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করা হয়েছে। এর ফলে আগে যেখানে ১২৪ মাসে এই স্কিমের মেয়াদ শেষ হত, তা এখন থেকে হবে ১৩৮ মাসে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার ৭.৬ থেকে কমিয়ে আনা হয়েছে ৬.৯ শতাংশে।

                কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১-এপ্রিল-২০২১ নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই কার্যকর হতে চলেছে নতুন সুদের হার। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ দেওয়ায় আগের সুদের হারই চালু থাকছে চলতি বছর।

                                                                                 *****