মো সাইকেলের ইতিহাস :-

                      মোটর সাইকেল, মোটর বাইক, বাইক (motorcycle, motorbike, bike, moto) হল যন্ত্রচালিত পরিবহণের একটি বিশেষ ব্যাবস্থা। যার সাহায্যে একজন মোটর চালক একস্থান থেকে অন্যস্থানে দ্রুত গমন কোরতে পারে।

             মোটর বাইক বা মোটর সাইকেলের আবিস্কারের কৃতিত্ত, কোন একজন সুনির্দিস্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে দেওয়া বিতরকিত। তাই পৃথিবীর প্রথম মোটর বাইক নিয়ে রয়েছে অনেক ইতিহাস । পৃথিবীর প্রথম সেই মোটর বাইকের সাথে বর্তমান বাইকের রয়েছে আকাশ পাতাল পার্থক্য।

          ১৮ শতকের শেষের দিকে দুই চাকার পেট্রোল চালিত একটি যন্ত্র সবাইকে অবাক করে চলতে থাকে পথে ঘাটে। গতিতে দ্রুত আর আয়তনে ছোট হওয়ার এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে সব জায়গায়। জয় করতে থাকে বিশ্বের সব সড়ক মহাসড়ক।

            ১৮৯৪ সালে “হাইডের্ব্যান্ড এন্ড উলফমুলার” নামের প্রথম পেট্রোল চালিত বাণিজ্যিক মোটর সাইকেল বাজারে আসে। প্রকৌশলী উলফমুলার এর নেতৃত্বে বাষ্প বিজ্ঞানী হেনরিক আর হাইডের্ব্যান্ড এর ঐকান্তিক প্রচেষ্টায় জার্মানির মিউনিখে উদ্ভাবিত হয় পেট্রোল চালিত প্রথম মোটর সাইকেল। ১৮৯৪ সালের ২০ জানুয়ারি দুই সিলিন্ডার এর চার-স্ট্রোক ইঞ্জিনের এই মোটর সাইকেলটির পেটেন্ট অনুদিত হয়। মোটর সাইকেলটির অনুমোদিত পেটেন্ট এর ওজন ছিল মাত্র ৫০ কেজি। ১৪৮৯ সিসির বাইকটির সর্বোচ্চ গতিবেগ ছিল ৪৫ কি.মি. প্রতি ঘণ্টা।

           বাণিজ্যিক মোটর সাইকেল এর উদ্ভবের আরো প্রায় ৯ বছর আগেই ১৮৮৫ সালে জার্মানিরই বিজ্ঞানী গোতেলেব ডাইমলের ও উইলহেম মেব্যাক ইন্টার্নাল কম্বাস্টোন ইঞ্জিনের বা তাপীয় ইঞ্জিনের মোটর বাইক উদ্ভাবন করেন। তবে শুধু মাত্র একটি নমুনা আবিষ্কার এর মধ্যেই তা সীমাবদ্ধ থাকে।

          হাইডের্ব্যান্ড এন্ড উলফমুলার এর আবিষ্কৃত মোটর সাইকেল ১৯১৯ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত সারা বিশ্বে প্রায় দুই হাজার এর মত বিক্রি হয়।

            বিশ্বের প্রথম সময়ের মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিগুলো মধ্যে তুরিম্প, রয়্যাল এনফিল্ড, নর্টন, বার্মিংহাম স্মল আর্মস, হার্লেডেভিডসন উল্লেখযোগ্য। এশিয়া মহাদেশের হোন্ডা, কাওয়াসাকি, সুজুকি মোটর কর্পোরেশন দীর্ঘকাল ধরে মোটরবাইক প্রস্তুত করছে।

মোটরসাইকেল মূল জনপ্রিয়তা পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় সহজ যোগাযোগ ব্যবস্থা আর নানাবিধ সুবিধার কারণে যুদ্ধে সৈন্যদের মাঝে মোটরসাইকেল জনপ্রিয় হয় ওঠে। মার্কিন কোম্পানি হার্লেডেভিডসন তাদের মূল উৎপাদনের ৫০% প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের সরবরাহ করে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হার্লেডভিডসন বিশ্বের এক নম্বর মোটরবাইক প্রস্তুতকারক হয়ে ওঠে।

            এক নজরে মোটর বাইক আবিষ্কারের সংক্ষিপ্ত টেবিল

সন

মোটর বাইকের নাম

আবিস্কারক

ইঞ্জিনের ধরন

১৮৬৭১৮৬৮

Michaux-Perreaux steam velocipede

Pierre Michaux Louis-Guillaume Perreaux

স্ট্রীম ইঞ্জিন

১৮৬৮

Roper steam velocipede

Sylvester Roper

স্ট্রীম ইঞ্জিন

১৮৮৪

Butler Petrol Cycle

Edward Butler

পেট্রলিয়াম

১৮৮৫

Reitwagen

Gottlieb Daimler, Wilhelm Maybach

পেট্রলিয়াম

১৮৯৪

Hildebrand & Wolfmuller

Heinrich Hidebrand Wilhelm Hidebrand Alois Wolfmuller

পেট্রলিয়াম

old bike-notundisha
old bike-notundisha