—মনখারাপের শামিয়ানা—

বস্ বলেছেন অফিস যেতে
না-হলে বেতন নেবে কেটে,
খবর শোনায় চলছে বাস
তবে ভিড়ে করোনার সর্বনাশ।

বাড়িতে সবাই করছে মানা
অফিস ক’দিন আর যেওনা,
জীবন রসদও নেই জমা
ক্ষুধার জ্বালা করেনা ক্ষমা।

চলার পথের নিষেধ যত
মনকে করে ক্ষত-বিক্ষত,
বন্দি থেকে সংসার চলেনা
ঘর, মনখারাপের শামিয়ানা

****