ব্যাঙ্ক চলেছে ডিজিটালের পথে। শাখা থাকবে না ০৩-১২-২০২১ শুক্রবার নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছেন, ‘অদূর ভবিষ্যতে সব লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে। ইতিমধ্যেই সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কের পথে হাঁটছে ভারত। আর আগামী দিনে এটাই হবে স্বাভাবিক একটা চিত্র।’ মোদি বলেছেন, ফিনান্সিয়াল টেকনোলজিকে এমন এক হাই প্রোফাইল আধুনিকতায় পৌঁছে দিতে হবে, যা অর্থনীতিতে নতুন বিপ্লব আনবে।একদিকে আম জনতার ভোগান্তি, আর অন্যদিকে ব্যাঙ্কগুলির কর্মী সঙ্কোচন। 
২০১৬ সালে ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের নায়ক নরেন্দ্র মোদি শুক্রবার ইনফিনিটি ফোরামের একটি সম্মেলনে নোটহীন ডিজিটাল অর্থনীতির জয়গান গেয়েছেন।  মোদির কথায়, আর্থিক লেনদেনের এক দীর্ঘ বিবর্তন দেখতে চলেছে ভারত। প্রথমে ধাতু, তারপর কয়েন এবং শেষে নোট এছাড়াও চেক থেকে আর্থিক লেনদেন বদলে গিয়েছে কার্ডে। এই লম্বা জার্নির সাফল্যের নবতম উদাহরণ হতে চলেছে ডিজিটাল ব্যাঙ্ক। প্রধানমন্ত্রীর দাবি, ডিজিটাল ব্যাঙ্ক আজ বাস্তব, কোনও ফিজিক্যাল ব্যাঙ্ক শাখা থাকবে না। যে কোনও আর্থিক লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে। এভাবে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, ভবিষ্যতে কোনও ব্যাঙ্ক শাখায় যাওয়ার প্রয়োজনই পড়বে না । কারণ ব্যাঙ্ক শাখা বলেই আর কিছু থাকবে না।   
 একইসঙ্গে ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে আন্দোলনে নামা অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনের আশঙ্কা, শাখাহীন ব্যাঙ্কের বাস্তবায়নে সবার আগে হবে কর্মী সঙ্কোচন। প্রতিটি কাজই যদি ডিজিটাল মাধ্যমে হয়, তাহলে আর শাখায় পর্যাপ্ত ব্যাঙ্ককর্মীর প্রয়োজনই হবে না। অর্থাৎ আগামী দিনে ব্যাঙ্কিং সেক্টরের চাকরির সুযোগও কমে যাবে। 
একদিকে মোদি চাইছেন ডিজিটাল ব্যাঙ্ক ব্যবস্থা। আর তাঁর চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই রিজার্ভ ব্যাঙ্ক প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ডিজিটাল কারেন্সির। সব রকম প্রস্তুতিপর্ব প্রায় শেষের পথে।