🌳পাহাড়ের বিশুদ্ধতা— 🌄

বিশুদ্ধতা’র ছোঁয়া পেতে
পা বাড়াও পাহাড় পথে,
হাওয়া বদলে পাহাড়ী বায়ু
রোগীর বাড়ায় পরম আয়ু।

জংলী গাছের আরোগ্য বলে
কঠিন রোগও সরিয়ে তোলে,
পাহাড়ী সাপের খাঁটি বিষে
মাংস পচায় কোষে মিশে।

পাহাড়ী জীবের শান্তি মেলে
বাঁধন ছাড়াই আহার গেলে,
হরেক পাখির জীবন-দশা
পাহাড়ী দেশেই থাকার নেশা।

জ্যোৎস্না ছটায় ঝরনা, নদী
পাহাড়ী শোভা বাড়ায় যদি,
মন স্বর্গের ছোঁয়া পায়
পাহাড়ী সাজের পূর্ণ-তায়।

*****