—এক পলকে মানবদেহের খুঁটিনাটি—
প্রশ্ন : মানবদেহের ব্যস্ততম অঙ্গের নাম কি ?
উত্তর : হৃৎপিণ্ড।
প্রশ্ন : হৃৎপিণ্ডের ওজন কত ?
উত্তর : 330 গ্রাম।
প্রশ্ন : মস্তিষ্কের কোষের সংখ্যা কত ?
উত্তর :10,000 মিলিয়ন।
প্রশ্ন : মস্তিষ্কের ওজন কত গ্রাম ?
উত্তর : 1380 গ্রাম।
প্রশ্ন : মানবদেহের ত্বকের ক্ষেত্রফল কত ?
উত্তর : 1.8 স্কয়ার মিটার।
প্রশ্ন : মানুষের শরীরে কোষের সংখ্যা কত ?
উত্তর : 60,000 মিলিয়ন।
প্রশ্ন :ফুসফুসের অ্যালভিওলাই-এর সংখ্যা কত ?
উত্তর : 18 কোটি।
প্রশ্ন : মানবদেহের লোহিত রক্ত কণিকার সংখ্যা কত ?
উত্তর : 25 কোটি।
প্রশ্ন : যকৃতের উপখণ্ডকের সংখ্যা কত ?
উত্তর : 10 লক্ষ।
প্রশ্ন : মানুষের বৃক্কের ওজন কত ?
উত্তর : 125 থেকে 170 গ্রাম।
প্রশ্ন : বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
উত্তর : প্রতি বৃক্কে 10 লক্ষ।
প্রশ্ন : প্রতি মিনিটে নির্গত কার্বন-ডাই-অক্সাইড এর পরিমান কত ?
উত্তর : 200 ml.
প্রশ্ন : মানবদেহের কঠিনতম অংশের নাম কি ?
উত্তর : দাঁতের এনামেল।
প্রশ্ন : মানবদেহের সুসজ্জিত জৈব রসায়নাগার এর নাম কি ?
উত্তর : যকৃৎ।
প্রশ্ন : মানুষের শরীরের বলবান পেশীর নাম কি ?
উত্তর : চোয়ালের পেশী।
Good…