আলোর জগতে লুকিয়ে

জীব সৃষ্টির রহস্য উদ্‌ঘাটনে
বিভিন্ন বিজ্ঞানী একমত যে,
অজৈব বস্তু থেকে জৈব বস্তু ও পরে জীবের সৃষ্টি।

তবে নির্দিষ্ট পারিপার্শ্বিক অবস্থা ও উপাদান বাঞ্ছনীয়।
অর্থাৎ, অজৈব মৌল ও যৌগের সংমিশ্রণে

জৈব যৌগ➡️কোয়াসারভেট➡️প্রোটোসেল
➡️এককোষী জীব➡️বহু কোষী উন্নত জীব গঠনের সৃষ্টি।

আজও জীবের জীবনী শক্তি বা প্রাণের রহস্য ভেদ
আরও অনেক অনেক দূরে।

হয়তো কোনো আলোর জগতে লুকিয়ে আছে
এই সর্বোচ্চ কৌতুহলীর উত্তর।

*****