—আমরা ভয় পাই না—

একটা আকাশ ছাদের নীচে
আমারা আছি ভালো,
যে ভুবন কে ভালোবেসে
সূর্য দিচ্ছে আলো।

বাতাস মোদের বন্ধু বলে
শ্বাস প্রশ্বাস হয়,
জল আবার বাঁচায় জীবন
প্রোটোপ্লাজম এ রয়।

আমারা ভয় পাই না
উদ্ভিদ প্রাণী খাই,
হাজার আঘাত সয়ে তবে
মৃত্যুর দেশে যাই।

*****