—হাসি মুখে যুদ্ধ জয়—

চলার পথের কঠিন বাঁধা
বাঁধায় যখন গোলক-ধাঁধা,
জীবন খোঁজে বিকল্প পথ
সারিয়ে তুলতে সকল ক্ষত।

ঝড়, দুর্যোগ ও মহামারী
এদের নেশা মানুষ মারি,
দিন – রাত সবই বোঝে
ধনীর চেয়ে গরিব খোঁজে।

মানুষ মোদের নেইকো ভেদ
সাদা কালোর হয়েছে ছেদ,
ভূতপ্রেত, জীব-জন্তুর ভয়
মজার গল্পে পরিনত হয়।

ভালোবেসে হিংসা জয়
আর হবেনা রক্ত ক্ষয়,
হাসি মুখে যুদ্ধ জয়
বিশ্ব শান্তির মন্ত্র হয়।

*****