কলেজের প্রথম দিনে
একলা যখন ল্যাব এর কোনে
দ্বিধান্বিত প্রশ্ন করি,
তুমি কি এই বিভাগে?
ইশারার সম্মতি-তে
স্বস্তি পেলাম যাক ঠিক আছে।
একে একে ভর্তি ক্লাস
প্রফেসরও বোঝান ফাস্ট।
এমনি করেই ডিগ্রি পার
অনেক কথা তার আমার।
এভাবেই দিন চলে যায়
ফোনে কথা টা-টা বা-ই।
পলাশ, শিমুল ফুটছে বনে
ভাসি চলো, মেঘের কোণে।

-নূরুল ইসলাম