—পালক—

বাতাসে পালক আঘাত করে
আকাশ পথে উড়ে পাখি,
উড়ো-যানের ভাবনা আসে
অবাক হতে তাকিয়ে আঁখি।

লেখার কালি-কলম পালক
শব্দ সঞ্চয়ের ভরসা ছিল,
যুগের সাক্ষী হয়ে সবার
সাহিত্য, দলিল বুঝিয়ে দিল।

পাখির নানান পালক ভেদ
পৃথক করে পাখির জাত,
ছোট-বড়ো রঙিন পালকে
মুগ্ধ করে সারাটা দিন-রাত।

সৌখিন, গহনা, মডেল কাটুনে
পালকের জূড়ি মেলেনো ভার,
পালকে জোড়ে শূন্যে উড়ার
আশা জাগে মনেতে সবার।

*****