∇∇∇  পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ  ∇∇∇ (প্রশ্নোত্তর পর্ব-০৮)

 

01. পপুলেশন বা জনসংখ্যা কাকে বলে ?
>> একটি নির্দিষ্ট অঞ্চলে , নির্দিষ্ট সময়ে বসবাসকারী , একই প্রজাতির জীবগুলির সমষ্টিকে পপুলেশন বা জনসংখ্যা বলে ।

02. লোকাল পপুলেশন বলতে কী বোঝ ? ইকোটাইপ কী ?
>> লোকাল পপুলেশন : কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত সব প্রজাতির জীবের বিভিন্ন পপুলেশনকে লোকাল পপুলেশন বা স্থানীয় জনসংখ্যা বলে ।
>> ইকোটাইপ : কোনো লোকাল পপুলেশন যখন নির্দিষ্ট কোনো পরিবেশের কারণে জিনগতভাবে অভিযোজিত হয় , তখন তাদের ইকোটাইপ বলে ।

03. পপুলেশন ঘনত্ব কাকে বলে ? 
>> কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের একক আয়তনে যে পরিমাণে বা সংখ্যায় কোনো নির্দিষ্ট প্রজাতির জীব বাস করে , তাকে ওই জীবের পপুলেশন ঘনত্ব বলে ।

04. ধারণ ক্ষমতা কাকে বলে?
>> কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অন্যান্য প্রজাতির ক্ষতি না করে একটি প্রজাতির সর্বাধিক সদস্য সংখ্যা বাঁচিয়ে রাখার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় , তাকে ধারণ ক্ষমতা বলে ।

05. ওভারপপুলেশন বা অতিপ্ৰজতা বলতে কী বোঝ ?
>> অনিয়ন্ত্রিত জন্মহারের কারণে কোনো নির্দিষ্ট পপুলেশনের আকৃতি যদি এমন হয় যে সেটি তার সদস্য সংখ্যা ধারণ ক্ষমতাকে অতিক্রম করে , তখন তাকে অতিপ্রজতা বা জনাধিক্য বা ওভারপপুলেশন বলে ।

06. ন্যাটালিটি বা জন্মহার কী ?
>> একক সময়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় , তাকে জন্মহার বা ন্যাটালিটি বলে ।

07. মর্টালিটি বা মৃত্যুহার কী ?
>> একক সময়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে যে সংখ্যায় কোনো নির্দিষ্ট প্রজাতির পপুলেশনে জীবের মৃত্যু হয়, তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলে ।

08. পরিযান ( migration ) কাকে বলে ?
>> যে বিশেষ প্রকার চলনে কোনো পপুলেশন বা জীবগোষ্ঠী যুথবদ্ধ হয়ে দ্বিমুখী গমনে অংশ নেয় অর্থাৎ , পুরানো স্থান থেকে নতুন কোনো স্থানে যায় অথবা নতুন স্থান থেকে পুরানো স্থানে ফিরে আসে , তাকে পরিযান বলে ।

09. অভিবাসন ( Immigration ) এবং দেশান্তরণ বা প্রবাসন  ( emigration ) কাকে বলে ?
>> অভিবাসন : কোনো অঞ্চলের জীবসমষ্টিতে অন্য অঞ্চল থেকে জীবের আগমন হলে , তাকে অভিবাসন বলা হয় । এর দ্বারা পপুলেশনের আকার বৃদ্ধি পায় ।
>> প্রবাসন : কোনো অঞ্চল থেকে জীবসমষ্টি অন্য অঞ্চলে গমন করলে ঘটনাটিকে দেশান্তরণ বা প্রবাসন বলা হয় । এর দ্বারা পপুলেশনের আকার হ্রাস পায় ।

10. পরিযান , জন্মহার ও মৃত্যুহারের গুরুত্ব কী ?
>> পরিযান , জন্মহার ও মৃত্যুহার পপুলেশনের আকার নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে ।

11. জৈবিক ক্ষমতা কাকে বলে ?
>> যে – কোনো পরিবেশে ও পরিস্থিতিতে কোনো জীবের জীবনধারণ ক্ষমতাকে জৈবিক ক্ষমতা বলে ।

                                                                Ξ Ξ Ξ Ξ Ξ