01. গ্লোবাল ওয়ার্মিং – প্রধান কারণ এবং কুফলগুলি লেখো ।(2+3)

 

গ্লোবাল ওয়ার্মিং – এর কারণ :

» বন ধ্বংস ।

>> জীবাশ্ম জ্বালানির দহন ।

» সিউয়েজে থাকা জৈববস্তুর জৈবিক ধ্বংসের ফলে মুক্ত মিথেন গ্যাস ।

 

গ্লোবাল ওয়ার্মিং – এর কুফল :

» ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ।

» হিমবাহ ও মেরু – তুষারের গলন ।

» সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি এবং সেজন্য উপকূলবর্তী অঞ্চল এবং নিম্নভূমি অঞ্চলগুলিতে প্লাবন ।

» দ্বীপভূমির নিমজ্জন ।

» পরাগমিলনে সাহায্যকারী জীবেদের বংশবৃদ্ধিতে প্রতিবন্ধকতা ও ফসলের উৎপাদন হ্রাস ।

» ট্রপিক্যাল রোগের প্রাদুর্ভাব ( ম্যালেরিয়া , ডেঙ্গি ) ।

> মরুকরণ ।

» হঠাৎ বন্যা , খরা , সামুদ্রিক ঝড়ের প্রাদুর্ভাব , সামুদ্রিক জলোচ্ছ্বাস ।

» পানীয় জলের সমস্যা ।

» স্বাস্থ্যের সমস্যা ( অ্যাজমা , অ্যালার্জি ) ।

 

02. ওজোন হোলের ক্ষতিকর প্রভাব গুলি লেখো । (03)

 

ওজোন হোলের ক্ষতিকর প্রভাব :

» ওজোন হোল দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ পৃথিবীতে এসে পড়ে এবং বিভিন্ন প্রাণীসহ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে । দীর্ঘসময় ধরে অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্যানসার রোগ ও চোখের সমস্যা দেখা যায় ।

» শস্য উৎপাদন ব্যাহত হয় ।

» জলে জুপ্ল্যাংকটন ধ্বংস হওয়ায় খাদ্যশৃঙ্খল বিঘ্নিত হয় ।

» অম্লবৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় ।

» প্রজনন ক্ষমতা হ্রাস পায় ।

» সালোকসংশ্লেষের হার হ্রাস , গাছের পাতা ও ফল শুকিয়ে যাওয়া , বীজের অঙ্কুরোদ্গম না হওয়া ।

 

03. শব্দদূষণের শারীরিক প্রভাবগুলি লেখো । 

শব্দদূষণের শারীরিক প্রভাবগুলি নিম্নলিখিত :

শব্দের প্রাবলা ( dB ) শারীরিক সমস্যাসমূহ
80  বিরক্তি উৎপাদন ।
90  শোনার ক্ষমতা নষ্ট হওয়া ।
95 খুব বিরক্তিকর অনুভূতি সৃষ্টি ।
110 ত্বকে সংবেদন গ্রহণে উদ্দীপনা সৃষ্টি ।
120 ব্যথা অনুভব ।
130-135 বমিভাব , বমি , ঘুম ঘুম ভাব ।
140  কানে ব্যথা ।
150 ত্বক পুড়ে যাওয়া ।
160 টিমপ্যানিক পর্দা নষ্ট হওয়া ।
180   অল্প সময়ে বেশি ক্ষতি হওয়া ।

 

                                                                      *****