পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (প্রশ্নোত্তর পর্ব-০৪)
1. বায়ুদূষণের প্রধান কারণ কী ?
♣ বায়ু সবচেয়ে বেশি দূষিত হয় গাড়ির ধোঁয়া ও রাসায়নিক শিল্পকেন্দ্র থেকে নির্গত ধোঁয়ার দ্বারা ।
2. দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।
♣ কার্বনডাইঅক্সাইড(CO2), ক্লোরোফ্লুরোকার্বন – সমূহ ( CFCs ) এবং মিথেন ( CH4 )
3. গ্রিনহাউস গ্যাসের প্রধান ‘ এফেক্ট ‘ কী ?
♣ বিশ্ব উন্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ।
4. সর্বাধিক গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে কোন্ উপাদান ?
♣ জলীয় বাষ্প ( 30-70 % ) ।
5. কোন্ মানব সৃষ্টকারণে CO2 ( গ্রিনহাউস গ্যাস ) -এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ?
♣ জীবাশ্ম জ্বালানির দহন , সিমেন্ট উৎপাদন এবং ক্রান্তীয় বনভূমি বিনাশের কারণে CO2 এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।
6. গ্রিনহাউস গ্যাসরূপে কাজ করে কোন্ বায়ুস্তরের ওজোন গ্যাস ?
♣ ট্রপোস্ফিয়ার ।
7. ওজোন ডিপ্লিশন ও ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে কোন্ বায়ুস্তরে ?
♣ স্ট্র্যাটোস্ফিয়ার ।
8 .বায়ুদূষকরূপে হাইড্রোকার্বনের উৎস কী ?
♣ বায়ুদূষকরূপে হাইড্রোকার্বনের উৎস হল — জীবাশ্ম জ্বালানির দহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ।
9. তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কথাকে কী বলে ?
♣ তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কথাকে পেট্রোলিয়াম কোপ বা পেটকোক কথা বলে ।
10 . SPM – এর উদাহরণ দাও।
♣ অদহিত কার্বন কণা, যানবাহনের দূষক কণা, সিমেন্টের সূক্ষ্মকণা ইত্যাদি।
*****
I’m still learning from you, as I’m trying to reach my goals. I absolutely enjoy reading all that is written on your website.Keep the tips coming. I liked it!
Some genuinely wonderful content on this web site, thanks for contribution. “The difference between fiction and reality Fiction has to make sense.” by Tom Clancy.
A powerful share, I just given this onto a colleague who was doing a little evaluation on this. And he in actual fact purchased me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I really feel strongly about it and love studying more on this topic. If potential, as you change into expertise, would you mind updating your weblog with more particulars? It’s extremely helpful for me. Big thumb up for this weblog submit!