🍇🍇🍇 পরিবেশ ও তার সম্পদ 🍇🍇🍇 (প্রশ্ন ও উত্তর পর্ব-০৬)
🍎 দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও ।
🍏 দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হল – বন ও জল ।
🍎 প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কী কী ?
🍏 প্রাকৃতিক সম্পদ তিন প্রকার , যথা – [ 1 ] পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ , [ 2 ] অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ , [ 3 ] অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ ।
🍎 দুটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো ।
🍏 দুটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল জল ও বন ।
🍎 দুটি অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো ।
🍏 দুটি অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হল কয়লা ও খনিজ তেল ।
🍎 একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের নাম লেখো ।
🍏একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হল(i) সমুদ্র,(ii) নৈসর্গিক দৃশ্য ।
🍎 পশ্চিমবঙ্গের অরণ্য সম্পদের আয়তন কত শতাংশ ?
🍏 পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ অরণ্য সম্পদের আয়তন 165 শতাংশের বেশি নয় ।
🍎 কোনো দেশে বনভূমির পরিমাণ মোট ভূমির শতকরা কত ভাগ থাকা উচিৎ ?
🍏 কোনো দেশে বনভূমির পরিমাণ মোট ভূমির শতকরা 33 ভাগ থাকা উচিৎ ।
🍎 মানুষ গাছ লাগিয়ে অরণ্য সৃষ্টি করলে তাকে কী বলে ?
🍏 মানুষ গাছ লাগিয়ে অরণ্য সৃষ্টি করলে , তাকে বনসৃজন বা রোপিত অরণ্য বলে ।
🍎 বনজাত একটি উপকারী উপাদানের নাম লেখো ।
🍏 বনজাত একটি উপকারী উপাদান হল আসবাব নির্মাণের কাঠ ( শাল , সেগুন , মেহগনি ) ।
🍎 বনের একটি উৎপাদনমূলক উপাদানের নাম লেখো ।
🍏 ভেষজ উদ্ভিদ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল বনের একটি উৎপাদনমূলক উপাদান ।
🍒🍒🍒🍒🍒