পরিবেশ ও তার সম্পদ (প্রশ্ন ও উত্তর পর্ব-০৩)
Q. পৃথিবীর সকল বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী ?
A. পৃথিবীর সকল বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হল সূর্যালোক ।
Q. পৃথিবীর সকল বায়োমকে একত্রে কী বলে ?
A. পৃথিবীর সকল বায়োমকে একত্রে বায়োস্ফিয়ার বলে ।
Q. বাস্তুতন্ত্রে উৎপাদক কারা ?
A. বাস্তুতন্ত্রে উৎপাদক হল সবুজ উদ্ভিদ ।
Q. বাস্তুতন্ত্রে খাদক কারা ?
A. বাস্তুতন্ত্রে খাদক হল অধিকাংশ প্রাণী ।
Q. বাস্তুতন্ত্রে বিয়োজক কারা ?
A. বাস্তুতন্ত্রে বিয়োজক হল ব্যাকটেরিয়া , ছত্রাক ইত্যাদি ।
Q. ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।
A. ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ ক্ল্যামাইডোমোনাস , ভলভক্স ।
Q. জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।
A. জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ মশার লার্ভা , সাইক্লপ্স , ডাফনিয়া ।
Q. দুটি পেল্যাজিক প্রাণীর নাম লেখো ।
A. দুটি পেল্যাজিক প্রাণীর নাম হল মশার লার্ভা , ডাফনিয়া ।
Q. দুটি নেকটনের উদাহরণ দাও ।
A. দুটি নেকটনের উদাহরণ হল মাছ ও তিমি ।
Q. প্রতিযোগিতায় ঋণাত্মক-ঋণাত্মক সন্নিবেশ হয় কেন ?
A. সম্পদ নির্দিষ্ট বলে দুটি প্রজাতির জীব সরাসরি বাধা পায় , তাই ঋণাত্মক-ঋণাত্মক সন্নিবেশ হয় ।
♠ ♠ ♠ ♠ ♠