📖 দেশ 📖

নতুন আলোয় পূর্ণতা আজ
অন্ধকার এর শেষ,
সকল ধাঁধার অবসানে
ছন্দে ফেরে দেশ।

শোষক থেকে মুক্তি দেওয়ার
শহিদ যত চাই,
যুগান্তরেও স্মরণ করি
উষ্ণ বক্ষে ঠাঁই।

মুক্ত আজ একই আকাশ
কন্ঠে নেই বেড়ি,
ক্ষমতাই নয় কৌশল হল
সাফল্যের তরবারি ।

শপথ করি সংবিধানের
প্রবর্তনের দিনে,
কু-নজরে চাইলে দেশের
রাঙিয়ে দেব খুনে।

   *****

desh-kobita-notundisha