—দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলুন—

জীবনে সামান্য স্বার্থ ত্যাগ করুন
পরিবেশ বান্ধব হতে হৃদয় গড়ুন,
অকারণে গাছ কাটা নিষেধ করুন
দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলুন।

জঙ্গল কেটে নগরের স্বপ্ন ভুলুন
জলাভূমি ভরাটের নেশা বন্ধ করুন,
জলাশয় পরিষ্কার রাখার জন্য বলুন
দূষণ রুখতে সচেতনতা গড়ে তুলুন।

পরিবেশ সংক্রান্ত সকল আইন মানুন
বিষাক্ত অস্ত্র খেলার ইতি টানুন ,
উচ্চ মানের জ্বালানি ব্যবহার করুন,
জনবহুল এলাকা ছেড়ে কারখানা গড়ুন।

*****