♣♣জীববিদ্যা ও মানবকল্যাণ ♣♣♣ (প্রশ্নোত্তর পর্ব -০৭)

 

01. মাইকোরাইজা কথাটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?
> মাইকোরাইজা কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এ . বি . ফ্রাঙ্ক ( 1889 ) ।

02. মাইকোরাইজা কী ?
> বিশেষ কিছু উদ্ভিদের মূল ( যেমন — পাইন , সাইকাস ) ও কিছু ছত্রাকের সিমবায়োটিক সমন্বয়ে গড়ে ওঠে মাইকোরাইজা ।

03. VAM কী ?
> VAM- এর পুরো কথাটি হল Vesicular Arbuscular Mycorrhiza । এরা একপ্রকার বায়োফার্টিলাইজার ।

04. প্রধান তিন প্রকার মাইকোরাইজার নাম লেখো ।
> প্রধান তিন প্রকার মাইকোরাইজা হল — এক্টোমাইকোরাইজা , এন্ডোমাইকোরাইজা এবং এক্টেন্ডোমাইকোরাইজা ।

05. VAM- এর কয়েকটি ছত্রাকের উদাহরণ দাও ।
> VAM- এর কয়েকটি ছত্রাকের উদাহরণ হল – গ্লোমাস , গিগাস্পোরা , এন্ট্রোফসফোরা , অ্যাকাউলোস্পোরা ইত্যাদি ।

06. কোন্ উদ্ভিদে এক্টোমাইকোরাইজা বেশি দেখা যায় ?
> পাইন ও ওক উদ্ভিদে এক্টোমাইকোরাইজা বেশি দেখা যায় ।

07. কোন্ উদ্ভিদে এন্ডোমাইকোরাইজা বেশি দেখা যায় ?

> অর্কিড ও সপুষ্পক ছোটো উদ্ভিদে এন্ডোমাইকোরাইজা বেশি দেখা যায় ।

08. BGA- র পুরো কথাটি কী ?
> BGA- র পুরো কথাটি হল Blue – Green Algae

09. ‘ মাইকোরিজ ‘ নামক বায়োফার্টিলাইজারে কোন প্রকার মাইকোরাইজাল ছত্রাক মিশ্রিত থাকে ?
> ‘ মাইকোরিজ ‘ নামক বায়োফার্টিলাইজারে পাইসোলিথাস টিঙ্কটোরিয়াস নামক মাইকোরাইজাল ছত্রাক মিশ্রিত থাকে ।

10. এক্টেডোমাইকোরাইজার দুটি উদাহরণ দাও ।
> এক্টেন্ডোমাইকোরাইজার উদাহরণ — ক্ল্যাভারিয়া , এন্ডোগন ।

11. একটি প্রোটোজোয়ার নাম লেখো যা প্রাণীর উপকার করে ।
> প্রাণীর উপকার করে এমন একটি প্রোটোজোয়া হল । ট্রাইকোনিম্ফা ।

12. জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম উল্লেখ করো ।
> জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি প্রোটোজোয়া হল নোসেমা ।

13. জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ভাইরাসের নাম কী ?
> জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ব্যবহৃত একটি ভাইরাস হল ব্যাকিউলোভাইরাস ।

                                                          *****