◊জীববিদ্যা ও মানবকল্যাণ ◊ (প্রশ্নোত্তর পর্ব – ০৪)
01. কোন বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন?
♣ এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন (গুটি বসন্তের ভ্যাকসিন ) আবিষ্কার করেন।
02. একটি অধঃএকক টিকার উদাহরণ দাও।
♣ হেপাটাইটিস B টিকা ।
03. OPV- এর পুরো নাম কী ?
♣ OPV- এর পুরো নাম হল — Oral Polio Vaccine ।
04. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী ?
♣ ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু হল প্লাজমোডিয়াম ।
05. কোন্ ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা রোগ সৃষ্টি করে ?
♣ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মানবদেহে যক্ষ্মা রোগ সৃষ্টি করে ।
06. একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগের নাম লেখো ।
♣ একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগ হল হেপাটাইটিস ।
07. নিউমোনিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো ।
♣ নিউমোনিয়া রোগের রোগের জন্য জন্য দায়ী জীবাণুর নাম— স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ।
08. ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কী ?
♣ ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম — করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি ।
09. মানবদেহের কোন্ কোশকে HIV ধ্বংস করে ?
♣ মানবদেহের T4 লিম্ফোসাইট কোশকে HIV ধ্বংস করে ।
10. HIV- এর নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কীরূপ ?
♣ HIV- এর নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হল একতন্ত্রী RNA .
*****
We are a bunch of volunteers and opening a new scheme in our community. Your website offered us with valuable info to paintings on. You have performed an impressive task and our entire community will likely be grateful to you.
of course like your website however you need to test the spelling on several of your posts. A number of them are rife with spelling issues and I in finding it very bothersome to tell the reality however I’ll surely come again again.
I have read several excellent stuff here. Definitely price bookmarking for revisiting. I surprise how so much attempt you place to create this sort of great informative web site.