জীববিদ্যা ও মানবকল্যাণ (প্রশ্ন-উত্তর পর্ব-০2)

 

1. অ্যান্টিবডির হালকা ও ভারী শৃঙ্খল পরস্পর কীভাবে যুক্ত থাকে?
অ্যান্টিবডির হালকা ও ভারী শৃঙ্খল পরস্পর ভাই সালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে।

2. অ্যান্টিবডি প্লাজমা প্রোটিনের কোন অংশ ?

অ্যান্টিবডি প্লাজমা প্রোটিনের y- গ্লোবিউলিন অংশ।

3. অ্যান্টিডিতে কতগুলি ভারী শৃঙ্খল থাকে ?
অ্যান্টিবডিতে 2 টি ভারী শৃঙ্খল থাকে ।

4. অ্যান্টিডিতে কতগুলি হালকা শৃঙ্খল থাকে ? 

অ্যান্টিবডিতে 2 টি হালকা শৃঙ্খল থাকে ।

5. অশ্রুতে কোন শ্রেণির অ্যান্টিবডি দেখা যায় ?
অশ্রুতে Ig A শ্রেণির অ্যান্টিবডি দেখা যায় ।

6. অনাক্রম্যতা প্রধানত কয় প্রকার ?
অনাক্রম্যতা প্রধানত দুই প্রকার ।

7. নিউট্রোফিল কোন্ প্রকার অনাক্রম্যতার অন্তর্গত ?

নিউট্রোফিল জন্মগত দ্বিতীয় সারির অনাক্রম্যতার অন্তর্গত ।

৪. মনোসাইট , হিস্টিওসাইট , নিউট্রোফিল এবং মাইক্রোগ্লিয়া —এই চারটির মধ্যে কোন্‌টি ম্যাক্রোফাজ নয় ?
নিউট্রোফিল ম্যাক্রোফাজ নয় ।

9. B-লিম্ফোসাইট কোথায় পরিণতি লাভ করে?
B-লিম্ফোসাইট অস্থিমজ্জায় পরিণতি লাভ করে।

10. T-কোশ প্রধানত কয় প্রকার?
T-কোশ প্রধানত চার প্রকার।