—গানে গানে রাখব তোমায়—

মান্না দে স্মরণে

আধুনিক বাংলা গানের সর্বন্তরে
সারেগামা ও মুক্ত কণ্ঠে ঘোরে
সুনাম তোমার সিনেমা গায়ক
হিন্দি, বাংলা আরও কতক।

‘পদ্মশ্রী’, ‘দাদাসাহেব ফালকে’,
‘বঙ্গবিভুষণ’ সম্মান যোগ্যতা-কে।
“এই কূলে আমি, আর ওই কূলে তুমি”
“যদি কাগজে লেখো নাম”-

গানে গানে রাখব তোমায়,
হৃদয় জুড়ে স্মরণে তোমার নাম।

*****