কি আছে এই দিনে

কি আছে এই দিনে রে-ভাই
কি আছে এই দিনে ?
বছর শুরু শুধুই শপথ
নাকি কিছু গ্রিটিংস কিনে?

মিঠাই, পায়েস উঠবে মুখে
ফাটবে বাজি বর্ষ বরণ,
দেখছি এবার করের বোঝা
নতুন পোশাক করবে হরণ।

পথের শিশুর মধ্য রাতে
শব্দে যখন ভাঙবে ঘুম,
নেত্র উষ্ণ রঙিন আলোয়
কাঁপবে হৃদয় দুরু-দুম।

সূর্য – নদী – পাখির ডাকের
হয়না কোনো রদ-বদল,
কল্পনার এই নতুন দিনে
সংখ্যা কিছু হয় বদল।

মুক্ত বাতাস, আলো, জলে
ধরণী বুকে ফুটুক ফুল,
স্বাগত জানাই নববর্ষ
ছন্দে ফেরাও মানব কুল।
                             —নূরুল ইসলাম

                       *****