কবিতার সন্ধানে

 

যে কবিতা ,

     সমাজ মাঝে বাঁচাতে শেখায় , সবার

     সুখ – দুঃখের পাশে থেকে অনুভূতি

     বুঝতে শেখায় , দাওনা আমায় বলে ।

যে কবিতা ,

   তোমাকে চিনতে , জানতে , ভাবতে ,

     তোমার গান বলতে ও তোমাকেই

     কাছে পেতে শেখায় , দাওনা আমায় বলে ।

যে কবিতা ,

     সংস্কৃতি , পরিমিতি , অর্থনীতির

     ভাবনা জাগায় , দাওনা আমায় বলে ।

যে কবিতা ,

     দুর্যোগ , বিপর্যয় , মহামারীর পূর্বাভাসের

     সতর্কতা জাগায় , দাওনা আমায় বলে ।

যে কবিতা ,

     প্রকৃতির উদার , সহানুভূতি , ধৈর্য্য , সহ্য

     ও নমনীয়তার কথা বলে ,

     দাওনা আমায় বলে ।

যে কবিতা ,

     সাহিত্য , দর্শন , গণিত ও বিজ্ঞানের

     নব – নব সৃষ্টির কথা বলে ,

     দাওনা আমায় বলে ।

                                            –নূরুল ইসলাম