ইচ্ছে হলো তাই

ইচ্ছে হলো তাই
সভ্যতার পরিবর্তন এলো,
সৌন্দর্য , কলা-কৌশল, সংস্কৃতির
সাথে বৈচিত্র্য রূপ পেলো।

ইচ্ছে হলো তাই
স্বপ্ন বাস্তবতায় প্রতিফলিত হলো,
মহাশূন্য-গ্রহান্তর, পাহাড়-পর্বত-সমুদ্রে
জয়ের নিশান পত-পতালো।

ইচ্ছে হলো তাই
বিশ্ব জ্ঞান মুঠোয় এলো,
বেতার, দূরদর্শন, দূরভাষ ও চলভাষ
জিজ্ঞাসু দূরত্ব কমিয়ে দিলো।

ইচ্ছে হলো তাই
মানুষ ভিন্ন জীবের শ্রেষ্ঠ হলো
উপযোগী উদ্ভিদ-প্রাণী লালন করে
বাঁচার চাহিদা মিটিয়ে নিলো।

                   *****