♦♦♦ আমার গুরুর শিক্ষা ♦♦♦
#
জীবন শুরুর মন্ত্র শেখায়
নতুন পথের দিশা দেখায়।
প্রথম আমার মা
যার নাই তুলনা।
মাতৃভাষায় কথার শুরু
শেখায় আমার প্রথম গুরু।।
#
হোঁচট পথেও চলতে শেখায়
অন্ধকার বা আলোর রেখায়।
সঙ্গে আমার মা
লক্ষ্য ভেদের নিশানা।
অন্যায়ের সাথে আপোষ নয়
হোক না তাতে রক্ত ক্ষয়।।
#
সৃষ্টির সাথে হাত মেলাও
জ্ঞানের অস্ত্রে সান দাও।
শেখায় আমার মা
জাগায় বাঁচার স্পৃহা।
জ্ঞানির থেকে নাও দিক্ষা
সবই আমার গুরুর শিক্ষা।।
*****