smile অঙ্গনওয়াড়ি smile

 চাঁদ হয় সরু, মোটা

আর দেখি গোল,

সূর্য ঐ সারা বছর

থাকে অবিকাল ।।

তারা গুলো মিটি-মিটি

উঁকি দেয় বেশ,

ভোরের আলোর ছোঁয়ায়

লোকায় আপন দেশ ।।

মেঘ গুলো পেঁজা তুলো

তাদের সাথে ভাসি,

মায়ের ডাকে ঘুম ভেঙে

অঙ্গনওয়াড়ি আসি ।।

*****