তির-ধনুকে সায়না

লক-ডাউন এ বন্দি আজ
বন্ধ ক্লাস তাই,
স্মার্টফোনের সাথে একটু
সময় দিতে চাই।

যেইনা গেলাম গেমের দেশে
তির-ধনুকের খেলা,
শেষ না হতেই গুনে দেখি
মরল পাখি মেলা।

একটু পরেই স্ক্রিনে ‘উইন’
লেখো তোমার নাম,
সায়না লিখে ‘ওকে’ করি
শীর্ষে আমার নাম।

সপ্তম শ্রেণির ছাত্রী আমি
পড়ার চাপও বেশ,
স্কুল-টিউশন, হাতের কাজের
হয়না যেন শেষ।