⇐ স্বার্থ ⇒

                              — নূরুল ইসলাম

আইন এখন কাগজ বন্দি
আইনজীবীর নিত্য ফন্দি।
অপরাধীর শাস্তি নাই
নির্দোষ ঐ কাঠগড়ায়।

শিশুর থেকে স্তন সরা
প্যাকেট খাদ্যে পেট ভরা।
নতুন মা কে পঙ্গু কর
দেশের স্বার্থ রক্ষা কর।

ডিগ্রি জ্ঞানের মূল্য নাই
মূল্যায়ন মুখ লুকায়।
পরিচিত ও অর্থ জোরে
চাকরি ভাগ্য যায় সরে।

নিত্য পন্য,সব্জি,পোশাক
লাগামছাড়া দিচ্ছে হাঁক।
জীবন-দায়ী ঔষধ যত
মৃত্যু খেলায় নৃত্য রত।

*****