👼—সে শান্ত ছিল খুব 👸

বাগানের দক্ষিণের আম-গাছটা
ডালে-ডালে ভড়ে উঠেছিল ফলে,
আমফান  পূর্বে  শান্ত  ছিল  খুব
মায়া  রাখলো  তুমুল  ঝড়-জলে।

ছ’মাসের  ভ্রূণ  মাতৃ  জঠরে
আলোর দিশায় খুব শান্ত ছিল,
আনারসে ‘মা’ বারুদ খেলো
মানুষ টোপে দুই জীবন নিলো।

দেড় যুগের সম্পর্ক অস্বীকারে
নতুন  প্রেমে  দিলো  ডুব ,
তবুও গ্রামের মেলার হৈচৈ-এ
একলা সে শান্ত ছিল খুব।

*****