—সেবার স্পর্শে—

জীব, জড় রাখতে ভালো
করতে হবে সেবা,
যত্ন ছাড়া অক্ষয় রইবে
এই জগতে কে’বা।

আলো-বাতাস, খাদ্য-জল
এদের অভাব হলে,
জীব জগৎ বিলীন হবে
বিদায় টা-টা বলে।

খর-স্রোতা নদীর যদি
জল শূন্য হয়,
কি ভাবে রাখবে নাম
মানের হবে ক্ষয়।

সৃষ্টি রক্ষা করতে হলে
সেবা হোক কর্ম,
সেবার স্পর্শে সুস্থ্য হতে
সেবা’ই হোক ধর্ম।

*****