—সমুদ্রের ঢেউ—

সুখ খুঁজতে অতল কিম্বা
সমুদ্রে ঢেউয়ের বুকে,
জলোচ্ছ্বাস এর সময় হলে
তাদের লাগাম্ টেনো মুখে।

নদীর প্রতি নৃশংসতার কথা
জানতে পেরে সমুদ্র ঢেউ,
তীব্র প্রতিবাদে গর্জে ওঠে
রুখতে পারেনা তাকে কেউ।

নদীর ব্যথা ভেবে সাগর
বাষ্প রাশি পাঠায় মেঘে,
বৃষ্টির জলে পুষ্ট নদী
আপন তেজে ছুটবে বেগে।

*****