—সকালের বৈশাখী হাওয়ায়—

প্রতিদিনের মতো সেদিনও
উড়িয়ে ছিলাম পায়রা গুলো,
নৃত্য করে মেঘের দেশে
লক্ষা ছাড়া সবাই এলো।

ময়ূর পুচ্ছ পালক যে তার
দেখিতে বড়ো ভালোই ছিল,
খাবার খাওয়া বন্ধ কদিন
মনের ঘরে দাগ কাটিল।

এমনি করেই দুই বৈশাখ
আজও ছুড়ি আকাশের দিকে
দূরে শুন্যে ডিগবাজি খায়
আতঙ্ক হয়ে ওঠে ফিকে।

সবাই নামল, লক্ষা কাঁধে
এতো দিনেও ভুলিনি আমায়
সকালের বৈশাখী হাওয়ায়।

*****