রক্ত জলের ফসল তোলে
শীর্ষে মালিক, শ্রমিক তলে।
অত্যাচারের পাহাড় ভাঙে
শ্রমিক জাগার ঐক্য-তানে।

সুপ্ত চেতন অস্ত্র নাদে
ন্যায্য শ্রম ঐ ন্যায্য দামে।
মে দিবসের তীব্র রোষে
জাতীয় ছুটি দেশ-বিদেশে।

ক্ষিপ্ত প্রতিবাদে আঁধার গেল
শ্রমিক মনে মশাল জ্বালো।
ধরলে মালিক, মুখটি খোলো
এমন দিনের সুরটি তোলো।
-নূরুল ইসলাম