—শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণন—

জ্ঞানের তৃষা দেখায় দিশা
উচ্চে রাখে শির,
অন্ধকার-এর জীবন পথে
লক্ষ প্রদীপ  ভীড়।

যেথা হোক জন্ম যে-যার
কর্ম ভালো চাই,
শ্রম, নিষ্ঠা, শিক্ষার দ্বারা
আলোর হদিশ পাই।

অর্থ হীনে দর্শন শিখে
হয়েছে জীবন ধন্য
স্বাধীন দেশের রাষ্ট্রপতি
যুগে যুগে বরেণ্য।

শিক্ষকেরও শিক্ষক হয়ে
বাড়ান শিক্ষার মান,
শিক্ষক দিবস ও জন্মদিনে
লহ  লক্ষ  প্রণাম।

*****