—শিক্ষক বিবেকানন্দ—

বিশ্ব জয় করেন যারা
নয়তো কেহ দস্যু তারা,
প্রেম-প্রীতি, ভালো-বাসা
হৃদয় ভরা থাকে ঠাসা।

দীন-দুঃখীনি আছেন যারা
অন্তরে দেন তাদের সারা,
মূক হয়ে যারা ভাষা হারা
তাদের দেখান জ্ঞানের তারা।

অলস হয়ে মুক্তি খোঁজা
তারাই আসল সমাজ বোঝা,
বন্ধ করো জাদুর পূজা
জীবের ভক্তি অনেক সোজা।

জীব পূজায় পরমানন্দ
শিক্ষা দিলেন বিবেকানন্দ।

*****