—লড়াই—

পৃথিবীর ফুসফুস যে বন-জঙ্গল,
অর্থাৎ সবুজ উদ্ভিদ বিনষ্ট করে নগর,
মরুর আয়তন বৃদ্ধির প্রতিযোগিতার
লড়াই বন্ধ হোক।

পৃথিবীর বৃক্ক যে জলাভূমি, জলাশয়
তাদের ভরাট করে ভূ-বৃক্ক বিনাশের
উন্মত্ত এ লড়াই-এর ইতি আসুক।

পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের প্রধান শ্রেষ্ঠত্ব মা
সেই মায়েদের পূর্ব পরিকল্পিত ফাঁদের শিকারে
পরিণত করে সিজার-এর মাধ্যমে সন্তান প্রসবে
বাধ্য করে,

সারাজীবনের জন্য অক্ষম হয়ে বেঁচে থাকার
বিরুদ্ধে যে লড়াই তা চলুক।
এই মনুষ্য সৃষ্টির অভিশাপ থেকে মুক্তি পাক মায়ের দল

*****