👽   —রহস্য ভেদ হবেই—    👽

মানবিকতা হারিয়ে মানুষ
আজ যন্ত্র মানব
সন্তান, আত্মীয় পরিজন অপেক্ষা
মোবাইল, টিভি, কম্পিউটারের গুরুত্ব বেশি।

বিবাহ-বন্ধন এখন ভিডিও কলে সম্পূর্ণ হচ্ছে।
মায়া-মমতারা ইতিহাসের পাতায় মুখ ঢেকেছে।
যুগের টানে লজ্জা ভুলে,

আধুনিকতার নামে দেহ প্রদর্শনে মত্ত হয়েছে।
সঙ্গম-পুতুল এর যুগ থাকবেনা বহুদিন,
যন্ত্র প্রেমের রহস্য ভেদ হবেই একদিন।

মনব সভ্যতার অস্তিত্বে যন্ত্র ভুলে,
প্রকৃতির প্রেমে ঢলবে যেদিন —
পৃথিবী আবার শান্ত হবে সেই দিন

*****