—রবি ঠাকুর থাকুক মনে—

শিশুর ছড়া, গল্প-গানে
হাসির ছোঁয়া কলতানে,
কৈশোরের কবিতা, নাটকে
ছড়িয়ে আছে মিষ্টি-টকে।

উপন্যাস-এর পাঠক যারা
তাদের মনে জাগে সারা,
প্রবন্ধ-এর অসীম রসে
মন ছুটে পড়তে বসে।

নাটক তোমার মঞ্চে মঞ্চে
বসে দেখি লম্বা বেঞ্চে,
চিত্র আঁকার নিখুঁত তুলি
আসল-নকল যাই ভুলি।

দার্শনিক-এর যুক্তি যোগে
কুসংস্কার জায়গা ভাগে,
সঙ্গীতের ঐ সুরের টানে
রবি ঠাকুর থাকুক প্রাণে।

*****