♥♥♥ রবির স্মরণে ♥♥♥
মাতৃভাষা রবির ছোঁয়ায়
প্রাণ পেয়েছে সত্যি ,
বিশ্বমাঝে বাংলা ভাষা
অমুল্য এক রত্তি ।
তোমার সুরে ছন্দে ফেরে
পথিক দিশেহারা ,
গুনগুনিয়ে মাথা নাড়ে
ব্যস্ত মানুষ যারা ।
আকাশ , বাতাস , সাগর , নদী
তোমার কলমে ধন্য ,
দেশ – বিদেশের কবির মাঝে
তুমিই এক অনন্য ।
গল্প , চিত্র , সঙ্গীত , দর্শন ,
নাট্যকারের রাজাও,
কাব্যগ্রন্থ ও উপন্যাস পড়ে
পারলে জীবন সাজাও।
বিশ্বকবি প্রাণের কবি
রেখেছো সবার ঋণে,
তাইতো মোরা স্মরণ করি
সর্বদা ও জন্মদিনে ।
তোমায় ছাড়া অপূর্ণ দিন
জানাই মনের ইচ্ছা,
যেথায় থাকো প্রণাম নিও
রইল হাজার শুভেচ্ছা ।
⇓⇓⇓⇓⇓
♥♥♥ To remember Rabi(Rabindranath Tagore) ♥♥♥
The mother tongue has come to life under Ravi’s touch.
Indeed, Bengali language is a precious treasure in the world.
The wayfarer is disorientated by your melody.
People who are busy humming and shaking their heads.
Sky, wind, sea, river blessed by your pen ,
You are unique among foreign poets.
If you read stories, pictures, music, philosophy, king of dramatists, poetry and novels, you can decorate your life.
The poet of the world, the poet of life, is in the debt of everyone,
so we remember him always and on his birthday.
My heart’s desire is to say that the day is incomplete without you.
Wherever you are, take a bow and wish you a thousand wishes.
******