—রক্ত ফোটায় জীবন দান—

মানব জাতি বাঁচানোর পুণ্যে
নিজেকে দাও স্থান,
এক  বছরে  দুই-তিন  বার
রক্ত  করো  দান।

রক্ত দানের দু’সপ্তাহের মধ্যে
ঘাটতি পূরণ হয়,
বোন-ম্যারো সতেজ থাকে
রক্ত-কণিকার কমে ক্ষয়।

জটিল রোগের ফ্রি চিকিৎসা
রক্ত দানের ফলে,
রোগ-এর উপস্থিতির কথা
রক্ত উপাদানে বলে।

রক্ত দানে জীবন দান
যুবক্ উৎসাহে বলুন,
শয্যাশায়ী রক্ত চাহিদার
মানুষকে সাহায্য করুন।

*****