—যোগাযোগ মুছে গেলে—

যোগাযোগ মুছে গেলে,
স্মৃতিরা ডানা মেলে
পাহাড়, নদী, পাখিদের গীতি
এসবের মিল রোমন্থন রীতি।

যোগাযোগ মুছে গেলে,
থেমে যাবে ক্লান্তি
মনের নয় শরীরের
মিলবে না শান্তি।

যোগাযোগ মুছে গেলে,
পড়া-শোনা ঘুচে যায়
পশুদের হুংকার
কণ্ঠে পাক খায়।

যোগাযোগ মুছে গেলে,
পৃথিবী গতি হীন
মানুষের কাজ নাই
খায়-গায়-তাধিন।

*****