—যে বন্ধুতায়—

যে বন্ধুতায়, ফুল ফোটে
ভ্রমর কুলের আশা জোটে,
মধু লোটে প্রাণ পণ
বংশ বাড়ায় দিয়ে মন।

যে বন্ধুতায়, বৃষ্টি আসে
মরুর মাথায় মেঘ ভাসে,
মরূদ্যান এর বৃদ্ধি হয়
সেথায় জীবের কাটে ভয়।

যে বন্ধুতায়, সাগর ডাকে
নদী ছোটে নোনতা মাখে,
বাষ্প রাশির অবাধ সৃষ্টি
পৃথিবী পৃষ্ঠে নামে বৃষ্টি।

যে বন্ধুতায়, বন্ধু জোটে
সবার মুখে হাসি জোটে,
সৃষ্টে ছড়ায় ভালো-বাসা
প্রাণে জাগে বাঁচার আশা।

প্রার্থনা মোর সকাল সাঁঝে
মানবতা চাই বিশ্ব মাঝে,
বন্দি, দুঃখি ও অসহায়
মুক্তি পাবে, যে বন্ধুতায়।

*****