— যে পথে আলোর হদিস —

আলোর হদিস যে-পথে গেলে
মনের আঁধার যাবে চলে।
জ্ঞান পিপাসুর তেষ্টা পেলে
কোন পথেতে উত্তর মেলে।

খিদের জ্বালা যাবে চলে
পথিক বানাও সে-পথ্ হলে।
বিপর্যয় নেই কোথায় গেলে
সুখ পাখিরা ডানা মেলে।

অপরাধী আর যাবেনা জেল-এ
সেখানে সবার কান-যে মোলে।
তোমার কৃপার পরশ মেলে
কর্মে টানো, যে-পথে গেলে।

*****