যে কবিতায় আমি নেই
আমার আপন ছন্দ নেই,
কোথায় পাবে আমার খেই
যে কবিতায় আমি নেই।

যে কবিতায় আমি নেই
মেঘ পরীর দেশ নেই,
ফুল ভ্রমরের আশা নেই
সেই কবিতায় আমি নেই।

যে কবিতায় আমি নেই
দীন দুঃখিনীর গল্প নেই,
ধনী গরীবের ঐক্য নেই
সেই কবিতায় আমি নেই।

যে কবিতায় আমি নেই
জীব জড়দের কথা নেই,
মূক জগতের ভাষা নেই
সেই কবিতায় আমি নেই।

যে কবিতায় আমি নেই
যেথা বিশ্ববাসীর শান্তি নেই,
আত্মীয়দের খোঁজ খবর নেই
সেই কবিতায় আমি নেই।

যে কবিতায় আমি নেই
সৃষ্ট জীবের ইতিহাস নেই,
স্রষ্টার প্রতি শ্রদ্ধা নেই
সেই কবিতায় আমি নেই।
-নূরুল ইসলাম