— যেটুকু নিয়ে ভালো থাকা যায় —

যেটুকু নিয়ে ভালো থাকা যায়
সেটুকু আঁকড়ে ধরে,
একটু বেশি ভালো থাকার স্বপ্ন
উন্নতির শিখরে যেতে সাহায্য করে।

তবে খুব দ্রুত বেশি ভালোর পিছনে ছুটে,
হোঁচট খেয়ে নিজের রূপ কুৎসিত না-করাই ভালো।

না-হলে অনেক সময়,
নূন্যতম চাহিদা পূরণ করে বেঁচে থাকার অমৃত স্বাদ
যেন তিক্ত বিষাদে পরিনত হয়।

*****