—মা ভালোবাসার সমার্থক—

আলোর দেশে থাকতে শেখায়
প্রথম কথা বলতে শেখায়,
আধো-আধো মধুর ভাষায়
শুনে সবার মন ছুঁয়ে-যায়।

ছুটার আগে আমায় শেখায়
হামাগুড়ি এর পড়ে দু’পায়
তরল থেকে কঠিন খাবার
তোমার ট্রেনিং শুরু আবার।

তোমাকে দেখে নকল করি
অসহায় দের সাহায্য করি,
তোমার হাতেই কলম ধরি
জ্ঞানের দেশে ভাসাই তরী।

আমার জীবন কাণ্ডারী মা
বাঁধায় আনে বজ্র ঘা,
মায়ের জন্য বাঁচা সার্থক
মা যে ভালোবাসার সমার্থক।

***