—ভালোবাসেনি কোনোদিন—

গাছ কে ভালোবাসেনি
কোনোদিন ঐ প্রজাপতি,
একটাই রাজত্ব তাদের
ফুলের উপর অধিপতি ।

সাগর কে ভালোবাসেনি
কোনোদিন ঐ নদ-নদী
লবণাক্ত স্বাদ ছুঁতে যেতোনা
নিজেকে ধরে রাখতে পারত যদি ।

আকাশ কে ভালোবাসেনি
কোনোদিন ঐ কালো মেঘ,
ভেসে থাকে নিজের স্বার্থে
মাটির ডাকে দেখায় তীব্র বেগ ।

আমাকে ভালোবাসেনি
কনোদিন ঐ তোমার মন,
তবুও নিজেকে আপোষ করি
তোমাকে পেতে সারাক্ষণ ।