—ভালোবাসার গভীরতা—

সম্পর্কের বাঁধন গড়ে
ভালোবাসার গভীরতায়,
সম্পর্কের ভাঙন ধরে
ভুল বোঝার অস্থিরতায়।

বন্ধুত্বের মধুরতা বাড়ে
ভালোবাসার গভীরতায়,
বন্ধুত্বের বিচ্ছেদ আসে
হিংসা ও স্বার্থপরতায়।

মায়া-মমতার জন্ম হয়
ভালোবাসার গভীরতায়,
মায়া-মমতায় মরচে পড়ে
মনের আঘাত বিষন্নতায়।

প্রেম পূর্ণতা পায়
ভালোবাসার গভীরতায়,
প্রেম হার-মেনে যায়
অস্বীকার ও অর্থ খেলায়। 
   💠💠💠

.